Latest

Continue reading this blog to discover yourself

Wednesday, August 24, 2022

HTML - Definition & Introduction of Important Terms:

html
গুরুত্বপূর্ণ পরিভাষাসমূহের সংজ্ঞা/পরিচয়:
  1. ISP = ISP এর পূর্ণ নাম হলো Internet Service Provider। এটি মূলত ইন্টারনেট সংযোগের ব্যবস্থাপনা করে থাকে।
  2. IP Address = ইন্টারনেটে যুক্ত প্রতিটি কম্পিউটারের একটি নিজস্ব ঠিকানা থাকে। এই ঠিকানাকে আইপি অ্যাড্রেস বলে। IP Address on পূর্ণ অর্থ হলো Internet Protocol Address
  3. Upload = আপলোড হচ্ছে স্থানীয় সিস্টেম হতে নেটওর্যাকের সাহায্যে পূর্ববর্তী কোনো সিসোমে তথ্য পাঠানো।
  4. URL = ওয়েব পেজ এর অ্যাড্রেস কে. URL বলে। URL এর পূর্ণরূপ Uniform Resource Locator
  5. HTML = HTML হলো ওয়েবসাইট বা ওয়েবপেজ তৈরি করার জন্য ব্যবহৃত বিশেষ ধরনের ল্যাংগুয়েজ। HTML এর অর্থ হলো Hyper Text Markup Language
  6. HTML Tag = এইচটি এম এল ট্যাগ হলো এইচটিএমএল ডকুমেন্টের সাথে সংলগ্ন কোডিং এর মাধ্যমে প্রদত্ত নির্দেশনাবলি।
  7. HTTP = HTTP অর্থ হলো Hyper Text Transfer Protocol । ইন্টারনেটে TCP/IP প্রোটোকলের মাধ্যমে যে প্রোটোকল ওয়েব সার্ভার ও ওয়েব ক্লায়েন্ট এর মধ্যে ডেটা আদান-প্রদান করে তাকে এইচটিটিপি (HTTP) বলে।
  8. Web Address = প্রতিটি ওয়েব সাইটের একটি সুনির্দিষ্ট ও অদ্বিতীয় ওয়ের আড্রেস রয়েছে যার সাহায্যে কোনো ওয়েব সাইটের পেইয়াগুলোতে ওয়েব ব্রাউজারে খুজে বের করা যায় তাকে ওয়েন অ্যাড্রেস বলে।
  9. Web Page = ওয়েব পেজ হলো এক ধরনের ওয়েব ডকুমেন্ট যা ইন্টারনেট ব্যবহারকারীদের দেখার জন্য বিভিন্ন দেশের সার্ভারে রাখা হয়।
  10. Website = একই ডোমেইনের অধীনে একাধিক ওয়েব পেজের মাকে ওয়েবসাইট বলে।
  11. Webpage Design = ওয়েব পেইজ ডিজাইন হচ্ছে একটি ওয়েবসাইটের জন্য বাহ্যিক কাঠামো তৈরি করা যেখান থেকে ভিজিটর প্রয়োজনীয় তথ্য খুঁজে পেতে পারে।
  12. Browser = যে সফটওয়্যার ইন্টারনেটের ইনফরমেশন বা Web page প্রদর্শনের কাজ করে তাকে ওয়েব ব্রাউজার বলে।
  13. Web Portal = ওয়েব পোর্টাল হচ্ছে একটি ওয়েব সাইটের মধ্যে বিভিন্ন লিংক, কন্টেন্ট ও সার্ভিসের সংগ্রহ যা ব্যবহারকারীদের কে তথ্য জানানোর জন্য সহজ ভাবে উপস্থাপন করা হয়।
  14. Web Server = ওয়েব সার্ভার বলতে বিশেষ ধরনের হার্ডওয়্যার ও সফটওয়্যার দ্বারা তৈরি সিস্টেম বুঝায়, যার সাহায্যে এ সার্ভারে রক্ষিত কোন উপাত্ত বা তথ্য ইন্টারনেটের মাধ্যমে অ্যাকসেস করা যায়।
  15. Website Publishing = ওয়েব পেজ বা সাইট তৈরি করার পর ওয়েব সার্ভারে হোস্টিং করার প্রক্রিয়াকে Website Publishing বলা হয়।
  16. Static Website = যে সকল ওয়েবসাইটের ডেটার মান ওয়েব টেকনোলজি লেডিং বা ওয়েব পেইজ চালু করার সময় পরিবর্তন করা যায় না তাকে স্ট্যাটিক ওয়েবসাইট বলে।
  17. Dynamic Website = যে সকল ওয়েবসাইটে ডেটার মান ওয়েব টেকনোলজি লোডিং বা পেইজ চালু করার পর পরিবর্তন করা যায় তাকে ডাইনামিক ওয়েবসাইট বলে।
  18. Formatting = টেক্সট কে সঠিক আকৃতি বা রূপ প্রদান করে এবং দৃষ্টিনন্দন করে উপস্থাপন করার মাধ্যমে একটি ওয়েবপেজকে ফুটিয়ে তোলার চেষ্টাকে ফরমেটিং বলে।
  19. Blogging = কোনো একটি নির্দিষ্ট ওয়েব সাইটে কোনো বিষয়কে পাঠকদের মতামত প্রদানের জন্য তুলে ধরাকে ব্লগিং বলে।
  20. Local Webpage = যে সকল ওয়বপেজ নিজস্ব কম্পিউটার বা সার্ভারে সংরক্ষণ করা হয় তাদেরকে লোকাল ওয়েবপেজ বলে।
  21. Hyperlink = হাইপারলিঙ্ক হচ্ছে একটি ওয়েব পেইজের কোন একটি অংশের সাথে বা কোন পেইজের সাথে অন্যান্য পেইজের সংযোগ স্থাপন।

No comments:

Post a Comment