Latest

Continue reading this blog to discover yourself

Wednesday, November 23, 2022

Mistake, experience and lesson

Mistake, experience and lesson

Mistake হচ্ছে যন্ত্রণার! কিন্তু যতই সময় যেতে থাকে তা ধীরে ধীরে পরিণত হতে থাকে এক গুচ্ছ Experience এ। যার পরিমার্জিত বা পাঠ্যপুস্তকের রূপকে বলা হয় Lesson.

Wednesday, November 16, 2022

সত্যের পক্ষে থাকলে সৃষ্টিকর্তাই তাকে পুরষ্কৃত করে





মুক্তিযোদ্ধা মানে কোনো দলের সম্পত্তি না, বরং দেশের সম্পদ। দেশের ক্রান্তিলগ্নে এসব সূর্য সন্তানেরা নিজের জীবন বাজি রেখে অস্ত্র হাতে ঝাপিয়ে পড়েছিলো এক অসম যুদ্ধের ময়দানে। কেবলমাত্র তাদের দুঃসাহসিকতায় আমরা আজ পেয়েছি এই বাংলাদেশ। তবে, আজ অসংখ্য রাজাকারেরা মুক্তিযুদ্ধের বানোয়াট সনদ গলায় ঝুলিয়ে বাহবার তকমা লাগিয়ে ফয়দা লুটছে। অথচ, অবহেলায় রয়ে গেছে দেশের প্রকৃত সূর্য সন্তানেরা। হয়তো তারা কিছুই চায় না, তাই বলে কি মৃত্যুর পরও " গার্ড অব অনার " পাওয়ার অযোগ্য তারা?

আমার আব্বুর আজ জানাযা হলো। কোনো কিছুতেই আমার অভিযোগ ছিলো না। সৃষ্টিকর্তার ডাকে তো যেতেই হবে। কিন্তু বুক ফাটা এক আর্তনাদ ছিলো, সে দেশের জন্য সংগ্রাম করছে, সে একটা " গার্ড অব অনার " পেতে পারতো না?

জানিনা এটা দুধের সাদ ঘোলে মেটানো কিনা? তবে আমি জানাযার ময়দানে যখন দেখলাম ড্রেস, সোল্ডার, বুট পরা আমার কলেজিয়েটের, আমার সন্তানেরা দুই সারিতে লাইনে দাঁড়িয়ে আছে, আমার আত্মা কেপে উঠেছিলো! আমি বাকরূদ্ধ হয়ে পড়েছিলাম। সকলের অনুরোধেও বাবার বড় সন্তান হিসেবে কথা আর মুখ থেকে বের হচ্ছিলো নাহ! এ কিসের অনুভূতি জানি না, তবে আমার ছেলেরা এভাবে সারিতে দাঁড়িয়ে আমার মতো এক নগন্য স্কুল শিক্ষকের পিতাকে " গার্ড অব অনার " দিবে, এমন তো হবার কথা ছিলো না!

জানিনা, এটাই হয়তো, আল্লাহর ইশারা। আমার মনে আজ আর আক্ষেপ নেই। আমি শত জনম ধরে - আব্বু আপনার সন্তান হিসেবে জন্ম নিতে চাই। 

আমি এটাই আজ বুঝে গেছি, সত্যের পক্ষে থাকলে সৃষ্টিকর্তাই তাকে পুরষ্কৃত করে।

Thursday, November 10, 2022

Success will come

Success will come

একদল পর্যটক কুমিরের খামার পরিদর্শন করছিলেন এবং তারা একটি কুমিরের হ্রদের মাঝখানে একটি ভাসমান কাঠামোতে ছিলেন।  খামারের মালিক চিৎকার করে বললেন: "যে পানিতে ঝাঁপ দিয়ে তীরে সাঁতার কাটবে, সে পাবে 10 মিলিয়ন ডলার। পিন পতন নীরাবতা ছিলো। 

হঠাৎ এক লোক পানিতে ঝাঁপ দিল।  তাকে কুমির তাড়া করে, অথচ সে ভাগ্যক্রমে অক্ষত ছিল।  তখন মালিক ঘোষণা করলেন: "আমাদের মধ্যে একজন বিজয়ী আছে!!!"

পুরষ্কার গ্রহণের পর, লোকটি এবং তার স্ত্রী হোটেলের ঘরে ফিরে আসেন।  লোকটি তার স্ত্রীকে বলে: "এই শুনছো, আমি নিজে কিন্তু ঝাঁপিয়ে পড়িনি ... কেউ আমাকে ধাক্কা দিয়েছে !!!"

তার স্ত্রী হেসে ঠান্ডা গলায় বললেন: "এটা আমিই ছিলাম!"


গল্পের নৈতিকতা: "প্রতিটি সফল পুরুষের পিছনে, তাকে একটু ধাক্কা দেওয়ার জন্য সর্বদা একজন মহিলা থাকে"

আমার আরও লেখা পড়তে ভিজিট করোঃ

https://khalidsliterature.blogspot.com

Wednesday, November 9, 2022

Freedom is happiness

Freedom is happiness

এক ধনী ব্যাক্তি একদিন ভ্রমনে সাগর পাড়ের এক গ্রামে এসে হাজির হলো। সেখানে গিয়ে তিনি স্থানীয় জেলেদের তাদের মাছের গুণমানের জন্য প্রশংসা করলেন এবং তারপরে তাদের জিজ্ঞাসা করলেন? এটি ধরার জন্য আপনার কত সময় দরকার পড়ে? জেলেরা তাকে এক কণ্ঠে উত্তর দিয়েছিল: "খুব বেশি সময় লাগে না" 

তখন তিনি তাদের জিজ্ঞাসা করলেন : আপনারা কেন বেশি সময় এই মাছের জন্য ব্যয় করেন না? উত্তরে জেলেরা স্পষ্ট জানিয়ে দিল যে তাদের সামান্য কিছু মাছেই পরিবারের জন্য যথেষ্ট হবে! তিনি তাদের জিজ্ঞাসা করলেন: তাহলে আপনারা বাকিটা সময় কী করেন? তারা উত্তর দিল: আমরা পরিবারের সাথে সময় কাটাই ...আমরা আমাদের বাচ্চাদের সাথে খেলি। আমরা আমাদের পরিবাররের সাথে একসাথে খাই এবং সন্ধ্যায় আমরা আমাদের বন্ধুদের সাথে দেখা করি .. আমরা মজা করি, হাসি এবং কিছু গানও করি। 

তখন ধনী লোকটি বাধা দিয়ে বলে: আমি হার্ভার্ড বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ করেছি, চাইলে আমি আপনাকে সাহায্য করতে পারি! 

আপনাকে প্রতিদিন দীর্ঘ সময় ধরে মাছ ধরা শুরু করতে হবে ... এবং তারপরে আরও বড় রিটার্নের জন্য অতিরিক্ত মাছ বিক্রি করতে হবে এবং একটি বড় ফিশিং বোট কিনতে হবে। তারা তাকে জিজ্ঞাসা করলো: তাহলে কী? তিনি জবাব দিলেন: বড় নৌকা এবং অতিরিক্ত অর্থের সাহায্যে আপনি দ্বিতীয় এবং তৃতীয় নৌকা কিনতে পারেন, এবং যতক্ষণ না আপনার কাছে কোনও মাছ ধরার জাহাজ এর বহর না আসে ততদিন পর্যন্ত আপনি সরাসরি কারখানার সাথে আলোচনা করবেন, এবং সম্ভবত আপনি নিজের কারখানাও খুলে ফেলতে পারবেন, এবং আপনি এই গ্রাম ছেড়ে শহর, বা রাজধানী তে চলে যেতে সক্ষম হবেন। সেখান থেকে আপনি আপনার বিশাল বিশাল প্রকল্পগুলি শুরু করতে সক্ষম হবেন

জেলেরা ধনী লোকটিকে জিজ্ঞাসা করলো: এটি অর্জন করার জন্য আমাদের কতটা সময় প্রয়োজন? তিনি জবাব দিলেন: প্রায় পঁচিশ বছর বা সম্ভবত পঁচিশ বছর। তারা তাকে জিজ্ঞাসা করলো: এর পরে কী? তিনি একটু মুচকি হেসে জবাব দিলেন: যখন আপনার ব্যবসা বাড়বে, আপনি হবেন কোটি পতি! তারা তাকে অবাক করে জিজ্ঞাসা করলেন: ওহ সত্যিই? এবং এর পরে আমরা কী করব? 

জবাবে ধনী লোকটি প্রশান্তির স্বরে বললেন: তারপরে আপনি অবসর নিতে উপকূলের একটি গ্রামে চুপচাপ থাকতে পারেন, দেরি করে ঘুমাতে পারেন .. আপনি আপনার বাচ্চাদের সাথে খেলেন। এবং আপনি আপনার পরিবারের সাথে খাওয়া দাওয়া করেন। এবং বন্ধুদের সাথে উপভোগ করা রাতগুলি কাটান। 

জেলেরা যথাযথ সম্মান এবং প্রশংসা করে উত্তর দিয়েছিল - তবে আমরা এখন ঠিক তাই-ই করছি, সুতরাং, আমার পঁচিশ বছর নষ্ট করার যুক্তিটা কী?

Monday, November 7, 2022

Proper place is need for proper judgment

Proper place is need for proper judgment


একজন বাবা তার মেয়েকে বলেছিলেন, "স্নাতক পাস করায় তোমাকে অভিনন্দন। আমি চাই তোমাকে একটি নতুন গাড়ি কিনে দিতে। তবে এটি নেওয়ার আগে, আমার পুরাতন গাড়িটি শহরের কোনও গাড়ি ব্যবসায়ীর কাছে গিয়ে বিক্রি করতে হবে।" 

মেয়েটি শহরের একটা গাড়ি বিক্রেতার কাছে গেল এবং মেয়েটি ফিরে এসে বাবাকে বলল: "তারা আমাকে ১০,০০০ টাকা অফার করেছিল কারণ এটি দেখতে খুব পুরানো।" 

বাবা বললেন: "ঠিক আছে, এখন গ্যারেজে নিয়ে যাও"। 

মেয়েটি তার বাবার কাছে ফিরে এসে বলল: "গ্যারেজে ৫০,০০০ টাকা অফার দিয়েছে"। 

এবার, বাবা তাকে গাড়ি বিশেষজ্ঞদের একটি ক্লাবে যোগ দিতে বলল এবং তাদের গাড়িটি দেখানোর জন্য বলল। 

মেয়েটি ক্লান্ত হয়ে, আশা ছেড়ে গাড়ি ক্লাবে চলে গেল। 

কিন্তু, কয়েক ঘন্টা পরে সে বাবার কাছে ফিরে এসে আনন্দে বিমোহিত হয়ে বলল, "বাবা-বাবা, ক্লাবের কিছু লোক আমাকে গাড়িটির জন্য ১০ লক্ষ্য টাকা অফার করেছিলেন কারণ এটি একটি বিরল গাড়ি যা ভাল অবস্থায় রয়েছে।" 

তারপরে বাবা বলল, "আমি তোমাকে জানাতে চেয়েছিলাম যে, যদি সঠিক জায়গায় না থাকো তবে তোমার কোনও কিছুরই মূল্য পাবে না। তখন রাগ করবে না বা হাল ছেড়ে দিবে না। আর এর অর্থ হচ্ছে তুমি ভুল জায়গায় আছো! তোমাকে অবশ্যই সঠিক জায়গার সন্ধানে ছুটতে হবে। কেননা সঠিক জায়গায় সঠিক মূল্যায়ন পাওয়া যায়!"

Success Law | সফলতার সূত্র

জীবনে তুমি যদি সফল হতে চাও, একটা নিয়মকে মেনে চলতে হবে...নিজের সাথে কখনো মিথ্যা বলা চলবে না। 🙂

What do you mean by love?

What do mean by love

কিছুদিন আগে চায়ের দোকানে আড্ডা দিতে গিয়ে, আমার খুব কাছের এক মানুষ জিজ্ঞেস করে বসে - What do you mean by love?

আমি কিন্তু প্রায় ৫/৭ মিনিট চুপ ছিলাম! উত্তর দিতে পারিনি।

তবে সেই মুহূর্তে সাময়িক একটা গবেষণা চালিয়েছিলাম। যার ফলাফল আজ দিবো। আমি জানি সে দেখছে এই পোস্ট। জানিনা কতটা অর্থবহ হবে, তবে প্রশ্নের উত্তর কিন্তু যার যার ফিলোসোফি। 

ভালোবাসার ৩টি পর্যায় আছে। ১৩-২৮/২৯ এই সময়টায় ভালোবাসা মানে আবেগ। এই বয়সের সবাই ভালোবাসাকে আবেগ দিয়েই যাচাই করে। ৩০-৫৩/৫৪ সময়টা অনেকটা Give & Take এমন হয়ে থাকে। অর্থাৎ উদারচিন্তার লোপ পায়, বিনিময় চলে আসে। ৫৫- বাকিটা সময় ভালোবাসা মানেই হচ্ছে সহযোগিতা!

এছাড়া, আরো অনেক মতাদর্শ নিয়েছি বিভিন্ন জনের কাছ থেকে, অনেকের জীবন পর্যালোচনা করেছি.....অবশেষে আমার ফিলোসোফি এটাই বলে, ভালোবাসা মানে "কিচ্ছুই না!"