মুক্তিযোদ্ধা মানে কোনো দলের সম্পত্তি না, বরং দেশের সম্পদ। দেশের ক্রান্তিলগ্নে এসব সূর্য সন্তানেরা নিজের জীবন বাজি রেখে অস্ত্র হাতে ঝাপিয়ে পড়েছিলো এক অসম যুদ্ধের ময়দানে। কেবলমাত্র তাদের দুঃসাহসিকতায় আমরা আজ পেয়েছি এই বাংলাদেশ। তবে, আজ অসংখ্য রাজাকারেরা মুক্তিযুদ্ধের বানোয়াট সনদ গলায় ঝুলিয়ে বাহবার তকমা লাগিয়ে ফয়দা লুটছে। অথচ, অবহেলায় রয়ে গেছে দেশের প্রকৃত সূর্য সন্তানেরা। হয়তো তারা কিছুই চায় না, তাই বলে কি মৃত্যুর পরও " গার্ড অব অনার " পাওয়ার অযোগ্য তারা?
আমার আব্বুর আজ জানাযা হলো। কোনো কিছুতেই আমার অভিযোগ ছিলো না। সৃষ্টিকর্তার ডাকে তো যেতেই হবে। কিন্তু বুক ফাটা এক আর্তনাদ ছিলো, সে দেশের জন্য সংগ্রাম করছে, সে একটা " গার্ড অব অনার " পেতে পারতো না?
জানিনা এটা দুধের সাদ ঘোলে মেটানো কিনা? তবে আমি জানাযার ময়দানে যখন দেখলাম ড্রেস, সোল্ডার, বুট পরা আমার কলেজিয়েটের, আমার সন্তানেরা দুই সারিতে লাইনে দাঁড়িয়ে আছে, আমার আত্মা কেপে উঠেছিলো! আমি বাকরূদ্ধ হয়ে পড়েছিলাম। সকলের অনুরোধেও বাবার বড় সন্তান হিসেবে কথা আর মুখ থেকে বের হচ্ছিলো নাহ! এ কিসের অনুভূতি জানি না, তবে আমার ছেলেরা এভাবে সারিতে দাঁড়িয়ে আমার মতো এক নগন্য স্কুল শিক্ষকের পিতাকে " গার্ড অব অনার " দিবে, এমন তো হবার কথা ছিলো না!
জানিনা, এটাই হয়তো, আল্লাহর ইশারা। আমার মনে আজ আর আক্ষেপ নেই। আমি শত জনম ধরে - আব্বু আপনার সন্তান হিসেবে জন্ম নিতে চাই।
আমি এটাই আজ বুঝে গেছি, সত্যের পক্ষে থাকলে সৃষ্টিকর্তাই তাকে পুরষ্কৃত করে।
No comments:
Post a Comment