কিছুদিন আগে চায়ের দোকানে আড্ডা দিতে গিয়ে, আমার খুব কাছের এক মানুষ জিজ্ঞেস করে বসে - What do you mean by love?
আমি কিন্তু প্রায় ৫/৭ মিনিট চুপ ছিলাম! উত্তর দিতে পারিনি।
তবে সেই মুহূর্তে সাময়িক একটা গবেষণা চালিয়েছিলাম। যার ফলাফল আজ দিবো। আমি জানি সে দেখছে এই পোস্ট। জানিনা কতটা অর্থবহ হবে, তবে প্রশ্নের উত্তর কিন্তু যার যার ফিলোসোফি।
ভালোবাসার ৩টি পর্যায় আছে। ১৩-২৮/২৯ এই সময়টায় ভালোবাসা মানে আবেগ। এই বয়সের সবাই ভালোবাসাকে আবেগ দিয়েই যাচাই করে। ৩০-৫৩/৫৪ সময়টা অনেকটা Give & Take এমন হয়ে থাকে। অর্থাৎ উদারচিন্তার লোপ পায়, বিনিময় চলে আসে। ৫৫- বাকিটা সময় ভালোবাসা মানেই হচ্ছে সহযোগিতা!
এছাড়া, আরো অনেক মতাদর্শ নিয়েছি বিভিন্ন জনের কাছ থেকে, অনেকের জীবন পর্যালোচনা করেছি.....অবশেষে আমার ফিলোসোফি এটাই বলে, ভালোবাসা মানে "কিচ্ছুই না!"
No comments:
Post a Comment