Latest

Continue reading this blog to discover yourself

Sunday, July 31, 2022

Friendship | Short Stories

ফ্রেন্ডশিপ (ফল ইন ডেস্পারেট অন বিলিভ)

খালিদ বিন মাসুদ     

Friendship - Short Stories


এক. (যাত্রী ছাউনিটার পাশে) 

ভাদ্র মাসের প্রচন্ড রোদে হেলমেট পরে আর এক মুহূর্তও বাইক চালাতে ইচ্ছে করছে না। পথ যেনো শেষই হচ্ছে না! অথচ অন্য সময় শতকিলো বাইক চালাতে আগ্রহের কমতি থাকে না ভিকির। বাইক চালাতে চালাতে ভিকি এক সময় আপন মনে গুনগুন করে বলে উঠলো - আর কতো সময় লাগবে ক্যান্টনমেন্ট পৌঁছাতে? যদিও অন্য দিনের তুলনায় আজকের দিনটা ভিকির জন্য কিছুটা স্পেশালও বটে। তাছাড়া ছোট ভাই শিহাবের সাহসের উপর ভর করে বেশ কিছুটা আগবাড়িয়েই এই পথ চলা। 

অল্প সময় কল্পনায় চলে গেলেও সামনে দৃশ্যমান হয়ে উঠলো ক্যান্টনমেন্ট। ভিকি পিকাপ বাড়িয়ে এগিয়ে চললো। 

যাত্রী ছাউনিটার পাশে এসে বাইক থামিয়ে হেলমেট খুলে এক গভীর শ্বাস ছেড়ে এদিক সেদিক তাকিয়ে বেঞ্চে বসে টিস্যু দিয়ে মুখের ঘাম মুছতে মুছতে ভিকি লক্ষ্য করলো বেঞ্চের অন্য কোনে একটি মেয়ে বোরকা পরে বসে আছে। ভিকি একবার মেয়েটিকে দেখে অন্যদিকে তাকিয়ে গুনগুন করে গাইতে লাগলো লতা মঙ্গসকারের গান - বাহার ছে কই আন্দার আ না ছাকে, আন্দার ছে কই বাহার যা না ছাকে, ছোচো কাভি এইছা হো তো কিয়া হো, হাম তুম এক কামরে মে বান্দ হো... 

দেখতে দেখতে মিনিট পাঁচেক সময় পার হয়ে গেলো, ভিকি এবার একটু অস্থির হয়ে পকেটে হাত দিয়ে মোবাইলটা বের করতে গিয়ে মনে পড়লো সে তো ফোনটি বাসায় চার্জে রেখে এসেছে! এখন উপায়! এবার ভিকি একটু কেষে বেঞ্চের কোনের মেয়েটিকে বললো - এক্সকিউজ মি, ম্যাম, হাভ ইউ ফোন? মেয়েটি নির্পলক ভিকির দিকে তাকিয়ে রইলো। ভিকি এবার গলা মোটা করে বললো - আসোলে আমার ফোনটা ভুল করে বাসায় রেখে এসেছি। কথা শেষ হবার আগেই মেয়েটি ব্যাগ থেকে নীল রঙের একটি বাটন ফোন বের করে হাত বাড়িয়ে দিলো। ফোনটি ছো মেরে তুলে নিয়ে ভিকি একমনে নাম্বার ডায়াল করে চললো। 

কিছু সময় পর ওপাশে ছোট ভাই শিহাব বলে উঠলো - কে? ভিকি - আমি ভিকি। শিহাব - এএ কোন ভিকি? ভিকি (একটু আস্তে)- আরে বড় ভাই ভিকি! শিহাব - ও ভাই (হাসতে হাসতে), তা বলেন কতদূর কি হলো? ভিকি - আরে কি বলবো আর, ফোন তো বাসায় রেখে আসছি। শিহাব - বলেন কি ভাই! ভিকি - সেই তো, আর এখানে এক মেয়ের কাছ থেকে ফোন ধার নিয়ে তোমারে ফোন দিলাম। শিহাব (হেসে কুটিকুটি) - ডেট করতে এসে এক মেয়ের ফোন ধার নিয়ে অন্য মেয়েকে ফোন দেবেন! ভাই আপনিই পারবেন। প্রভু তু সি গ্রেট হো, তওফা কবুল কারো... শিহাব ফোনটি কেটে দিলো। ভিকি কয়েকবার হ্যালো বলে ড্যাম ইট বলে মোবাইলটা মাথায় টোকাতে লাগলো। এতোক্ষণে মেয়েটি ভিকির পাশে এসে বসে মুখের নেকাপ খুলে কানে পিন গুজে ভিকির দিকে তাকিয়ে মিটমিট করে হাসতে শুরু করেছে। ভিকি কিছু বলতে যাবে এমন সময় মেয়েটি বলে উঠলো - তো কেমন আছেন? ভিকি - এই তো আছি। মেয়েটি - তো এখানেই বসে থাকবেন না চা কফি কিছু খাবেন? ভিকি - শিওর, চলুন ঐ কফি শপে। বলেই ভিকি উঠে হাটতে শুরু করলো। মেয়েটিও ভিকির পিছে এগিয়ে চললো। ভিকি মনে মনে ভাবতে লাগলো - এই কি সেই মেয়ে, যার সাথে আমার দেখা হবার কথা আছে!

দুই. (ডন রেজোর অফিস)

What is web URL?

URL stands for Uniform Resource Locator.  The full address of a website is expressed through URL. Basically the web document located on the server is identified through the URL. For example, the image named 123.jpg of the user xyz located on Facebook is identified through the URL https://www.facebook.com/xyz/123.jpg, so when a user clicks on this link, he / she will directly see the image.

Parts of URL:
1) http = protocol
2) www = host
3) facebook = domain name
4) .com = domain type
5) xyz = directory
6) 123.jpg = web document

There are two types of URL. 1) Absolute URL and 2) Relative URL

Absolute URL: Such URLs contain both the domain name and the directory path.  Absolute URL is usually used to create external connection of website.

Syntax: protocol/domain name/path

Relative URL: Such URLs contain only the directory path without the domain name.  Relative URL is usually used to create internal connection of website.

Syntax: "filename.ext" / ". /directory/filename.ext"

Example:
<img src= "c:\desktop\new folder/123.jpg">
Here the Absolute URL is applied inside the image tag.

<img src= "123.jpg">
Here the Relative URL is applied inside the image tag.

Assessment:
Copy any URL and mark it separately in different parts and comment it.

Importance of IT

IT stands for Information Technology. Here is few importance of IT...

IT plays a major part in operation and over- keep of vast quantities of information. This helps in creating and also abetting in information exchange. Due to this, business mates can work from any part of the world as if they were in the same room. 
 
In medical, IT has played and continues to pay an important part in colorful individual procedures of different complaint. With adding invention, currently there are computer backed surgeries as well. 

IT has immensely contributed to colorful security systems for homes and companies. Complex security systems are also used in military bases and government agencies. 
 
In science and engineering, IT plays a vital part in collecting and exchange of demographic data, rainfall patterns, behavioral wisdom. 

Thursday, July 28, 2022

OR gate activities in Digital Electronics

OR Gate

Logic gate OR is an electrical circuit that combines two electrical signals so that the output is ON (1) if any one signal is present.

There are three symbols for OR gates: the American (ANSI or 'military') symbol and the IEC ('European' or 'rectangular') symbol, as well as the deprecated DIN symbol.

OR Gate ANSI
ANSI


OR Gate IEC
IEC

OR Gate DIN
DIN

হাবের পরিবর্তে সুইচ ব্যবহার করলে কী সুবিধা পাওয়া যায়?

স্বল্প দূরত্বে অবস্থিত একাধিক কম্পিউটারের মধ্যে তার দিয়ে একটি লোকাল এরিয়া নেটওয়ার্ক তৈরি করতে যে যন্ত্র ব্যবহার করা হয় সেটি হলো হাব। অন্যদিকে বিভিন্ন কম্পিউটার ও পেরিফেরাল যন্ত্র থেকে আসা ক্যাবলগুলোকে এক সাথে যুক্ত করতে হাবের চেয়ে অধিক বুদ্ধিমান যে যন্ত্র ব্যবহার করা হয় সেটাই সুইচ। হাবের ক্ষেত্রে ডেটা কলিশন বা সংঘর্ষের আশঙ্কা থাকে এবং বেশিরভাগ ডেটা ফিল্টারিং করা সম্ভব হয় না। কিন্তু হাবের পরিবর্তে সুইচ ব্যবহার করলে ডেটা কলিশনের সম্ভাবনা কমে এবং ডেটা ফিল্টারিং করাও সম্ভব হয় । এছাড়া হাবের পরিবর্তে সুইচের পোর্ট বেশি থাকে। 

Tuesday, July 26, 2022

Basic structure of web page

Basic Structure of Web page


Tags

Description

<!DOCTYPE html>

Defines the document type. DOCTYPE html means this document type is HTML

<html> </html>

Defines an HTML document. It's contain all tags used on HTML.

<head> </head>

Contains metadata / information for the html   document.

<title> </title>

Defines a title for the html document.

<body> </body>

Defines the document's body.

<h1> </h1>

Defines HTML headings.

<p> </p>

Defines a paragraph.


Monday, July 25, 2022

মানুষের সফট কর্ণার আসলে কী?


মানুষের উপর কোন মানুষের নিবিড় ভালোবাসা থেকেই সফট কর্নার তৈরি হয়ে থাকে। আবার ঘৃণা থেকেও কিন্তু সফট কর্নার তৈরি হয়। ভালোবাসা থেকে তৈরি হওয়ার বিষয়টা খুবই স্বাভাবিক কিন্তু ঘৃণা থেকে তৈরি হওয়ার বিষয়টা একটু জটিল। সফট কর্ণার এর বাংলা অর্থ দাড়াচ্ছে কারো উপর দুর্বলতা। কারো উপর যখন ঘৃণা হয়, তখন তাকে দেখলেই রেগে যেতে হবে, মেজাজ খারাপ করে মুখ গোমড়া করে ফেলতে হবে, একটু ট্যাস মানে আঘাত করে দু-চার কথা বলতে হবে... ইত্যাদি শুরু হয়ে যায়। যদিও এতে ঘৃণার সংঘাতে জড়িত কিছু ব্যক্তি ছাড়া অন্য কারো কিচ্ছুই এসে যায় না। আরো মজার বিষয় হচ্ছে যে ঘৃণা ছড়াচ্ছে সে ব্যতীত অন্য কেউ যদি কিছু না ভাবে ঐ ঘৃণা ছড়ানো ব্যক্তিকে নিয়ে, তাহলে দেখা যাচ্ছে আসলে একজন ছাড়া কারোরই কিছু যায় আসে না। তারপরও আমরা আত্মতৃপ্তির ঢেকুর তুলে ফেলি। আর এখানেই এসে গেল "সফট কর্ণার"। মানে যার সাথে আমার আড়ি, তাকে দেখলেই অদ্ভুত আচরণ করতে হবে। আর নিসন্দেহে এটি আমার (অর্থাৎ যে ব্যক্তি অন্য ব্যক্তিকে ঘৃণা করবে) তার উপর দুর্বলতা!

এরকম আরো লেখা পড়তে Thoughts লিংকে ক্লিক করুন।

AND Gate activities in Digital Electronics

 

Logic gate AND is an electrical circuit that combines two electrical signals so that the output is ON if both signals are present.

There are three symbols for AND gates: the American (ANSI or 'military') symbol and the IEC ('European' or 'rectangular') symbol, as well as the deprecated DIN symbol.

DIN


IEC

ANSI

Sunday, July 24, 2022

What is web page?

A web page or webpage is a document, commonly written in HTML, that's viewed in an Internet browser. an internet page can be accessed by entering a URL address into a browser's address bar. an internet page may contain text, graphics, and hyperlinks to other sites and files.

A web page is often used to provide information to viewers, including pictures or videos to assist illustrate important topics. an internet page may also be used as a method to sell products or services to viewers. Multiple sites make up a website, like our khalidsliterature.blogspot.com website.

There are several sorts of web page. But after including all requirements we will define two types of web page respectively.

Local web page: The webpage which is meant and stored locally is called local webpage. This webpage is straightforward to use from source drive and directory. Internet connection isn't necessary for this webpage.

Remote webpage: the online page which is stored in server computer is called remote webpage. Internet connection is important for use this web page. We must need to know the web address URL to browse web page.

Concept of web page design

Web designing is that the creation of websites and pages to reflect a company’s brand and information and ensure a user-friendly experience. Appearance and style are incorporated as vital elements whether you’re designing a website, mobile app or maintaining content on an internet page.

Web design identifies the goals of an internet site or webpage and promotes accessibility for all potential users. This process involves organizing content and pictures across a series of pages, integrating applications and other interactive elements.

There are two common web design methods: adaptive and responsive design. In adaptive design, the web site content is created using standard screen sizes as the frame for the layout. In responsive design, content moves dynamically consistent with the screen size. Web designers use the varied steps of the general web design process to employ these design methods depending on their client or employer's preferences and goals for the site.

Saturday, July 16, 2022

কোন টপোলজিতে নোডসমূহ দ্রুতগতিতে ডেটা আদান-প্রদান করে?

নেটওয়ার্ক এর গঠনতন্ত্রকে টপোলজি বলে। মেশ বা পরস্পর সংযুক্ত নেটওয়ার্ক টপোলজিতে বহুসংখ্যক নোড (টপোলজির সাথে যুক্ত বিভিন্ন ডিভাইসকে নোড বলে) পরস্পরের সাথে সরাসরি যুক্ত থাকে। যেহেতু এই মেশ টপোলজিতে একটি কম্পিউটার, নেটওয়ার্কভুক্ত অন্য কম্পিউটারের সাথে সরাসরি যুক্ত থাকে, সেহেতু যেকোনো কম্পিউটার নেটওয়ার্কভুক্ত অন্য যেকোনো কম্পিউটারের সাথে কোনো প্রকার ডেটা ট্রাফিক ছাড়াই খুব সহজেই এবং দ্রুতগতিতে ডেটা আদান-প্রদান করতে সক্ষম হয়।

Friday, July 15, 2022

মানুষ বাটপার হয় কেন?

cheater

বাটপার শব্দটির সমর্থক শব্দ হচ্ছে প্রতারক। প্রতারক শব্দটিকে আরও বিশ্লেষণ করলে দেখা যাবে - যিনি অন্যের সাথে ছলনার আশ্রয় নেন। এখানে প্রশ্ন করা যায়, মানুষ কখন ছলনার আশ্রয় নেয়? উত্তরে বলা যেতে পারে, যখন সে তার প্রতিবন্ধকতা গুলো বুঝতে পারে। আচ্ছা এই প্রতিবন্ধকতা গুলো সৃষ্টি হয় কিসের ভিত্তিতে? উত্তর হচ্ছে - কোনো চাহিদার অপূর্ণতা থেকে। মানে, আমার চাহিদা আছে, কিন্তু ঐ জিনিসটা গ্রহণ করার ক্ষমতা নেই! গ্রহণ করার ক্ষমতা যেকোনো কারনেই অপ্রতুল হতে পারে। এখানে শুধু অর্থ দিয়ে যাচাই করা যাবে না, বরং মানসিক, শারিরিক সহ বিভিন্ন দিক বিবেচনায় আনতে হবে। তার মানে একটু সাজিয়ে লিখলে এমন হয় যে, কোনো ব্যক্তি হয়তো মানসিক ভাবে ভেঙ্গে পড়েছে অথচ বাড়ি ফিরে পরিবারের কাছে তার মুখে ছোট্ট একটা হাসি সর্বদা লেগেই আছে! কোনো মানুষ শারিরিক ভাবে দুর্বল অথচ হুমকি ধামকিতে সে সবাইকে নাচিয়ে বেড়ায়! কেউ হয়তো অর্থ ধার নিয়েছে, কিন্তু সংকুলান না হওয়ায় পরিশোধ করতে অক্ষম! বাস্তবিকপক্ষে এরা সবাই বাটপার! যে পরিবারের কাছে মিথ্যা হাসে, সে পরিবারের সাথে প্রতারণা করছে, যে নিজেকে মিথ্যা প্রকাশ করছে সেও প্রতারণা করছে, আবার যে সময়মতো অর্থ পরিশোধ করতে পারিনি সেও কথার খেলাপ করেছে! এই বিষয়গুলি পর্যালোচনা করলে দেখা যাবে প্রতিটি ক্ষেত্রেই এক অজানা বেদনার কাহিনী লুকিয়ে আছে। হ্যাঁ, আমাদের সুবিধাভোগী সমাজ এই অজানা কাহিনীর খোঁজ নেয় না। আর এভাবেই শত বেদনার গল্প মাটিচাপা দিয়ে প্রতিনিয়ত কেউ না কেউ হয়ে উঠছে বাটপার!


এরকম আরো লেখা পড়তে Thoughts লিংকে ক্লিক করুন।

Wednesday, July 13, 2022

ডেটা ট্রান্সমিশনে সিনক্রোনাস পদ্ধতি সুবিধাজনক কেন? ব্যাখ্যা কর। | HSC ICT Chapter 2

synchronous

ডেটা ট্রান্সমিশনে সিনক্রোনাস ট্রান্সমিশন সুবিধাজনক স্থানে আসার কারণ হিসেবে নিম্নের বিষয়গুলি উল্লেখ করা হলো -  

১। এই ট্রান্সমিশনের দক্ষতা আনুপাতিকভাবে অনেক বেশি।

২। বিরামহীন ট্রান্সমিশন বৈশিষ্ট্যের জন্য এর গতি সাধারণত বেশি।

৩। প্রতিটি ক্যারেকটার ট্রান্সমিশনের জন্য সময় বিরতির প্রয়োজন হয়।

৪। প্রতিটি ক্যারেকটারের শুরু ও শেষে স্টার্ট ও স্টপ বিট এর দরকার হয় না।

৫। ডেটার আকার ছোট হয়, যার ফলে ডেটা-রেট বেশি থাকে, আর একারণেই ট্রান্সমিশনে সময় কম লাগে।

ভয়েসব্যান্ড মূলত কী? | HSC ICT Chapter 2

voiceband
ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউডথ বলে। আর এই ব্যান্ডউইথকে তিন ভাগে ভাগ করা যায়। যথা - ১) ন্যারোব্যান্ড ২) ভয়েসব্যান্ড ৩) ব্রডব্যান্ড।১২০০ থেকে ৯৬০০ বিপিএস (bit per second) বা 9.6 kbps পর্যন্ত ডেটা স্থানান্তরের গতি বা ব্যান্ডউইথকে ভয়েসব্যান্ড বলা হয়। এটি প্রধাণত টেলিফোন সিস্টেমে ব্যবহার করা হয়। কম্পিউটার ও পেরিফেরাল যন্ত্রপাতিতে (যেমন - ডায়াল-আপ মডেম, প্রিন্টার, মনিটর ইত্যাদি) ডেটা স্থানান্তরের ক্ষেত্রেও এই ব্যান্ডউইথ ব্যবহার করা হয়।

Ocena Ami | Short Stories

অচেনা আমি

মোঃ খালিদ বিন মাসুদ

(এই গল্পটি খুলনা কালচারাল সেন্টার এর ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।)

Ocena Ami
দরজায় নক পড়তেই হন্তদন্ত হয়ে মা ছুটে এলেন।  দরজা মেলেই এক গভীর দৃষ্টিতে তাকিয়ে রইলো নিলয়ের প্রান্তের দিকে।  মনের চাওয়া-পাওয়া, আনন্দ-বেদনা যেন মিলেমিশে একাকার হয়ে গেছে চাহনীর গভীরতায়।  কিছু বলতে যেতেই প্রান্ত বলে উঠল – “মা, সরো! আমার কাজ আছে।” কথাটা বলেই প্রান্ত ঘরের ভেতর চলে গেলো। 

রাতে খাবার টেবিলে মায়ের চোখে পানি দেখে ঐশী আর সহ্য করতে পারলো না।  ঐশী – “মা, ও-মা, আমি তোমার মেয়ে না? তুমি শুধু প্রান্ত প্রান্ত করো।  ” মা চোখের পানি মুছতে মুছতে বলল – “মা-রে, তোর বাবা যাওয়ার সময় বলেছিল – দে আর মাই স্পেশাল চাইল্ড, আই হ্যাভ লট অব ওয়ার্ক অন ম্যানকাইন্ড, টেক কেয়ার অব দেম। ” ঐশী রেগে গিয়ে বলল – “তারপর, তারপর তো সে কোনোদিন আমাদের খবর নেয় নি! সে বেঁচে আছে না মারা গেছে কিছুই জানি না। ” মা কিছু না বলে টেবিল থেকে উঠে গেলো। 

Eclipse Ek Ojanay | Short Stories

 ইক্লিপ্স এক অজানায়

খালিদ বিন মাসুদ

(এই গল্পটি খুলনা কালচারাল সেন্টার এর ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।)

eclipse ek ojanay
ফোঁটা ফোঁটা বৃষ্টিতে পীচ ঢালা পথে হাঁটতে ভালোই লাগে।  সেই সাথে শীতল হাওয়া যেন প্রতিবারেই মন কেড়ে নিচ্ছে।  জনমানবশূন্য রাস্তায় একা হাঁটতে কিছুটা ভীতি কাজ করলেও বিহারীর মনটা বেশ ফুরফুরে।  কেননা আজ নতুন একটা টিউশনির কথা আছে।  বেকার আর বিজ্ঞানীদের মধ্যে মিল এখানেই।  বিজ্ঞানীদের মন ফুরফুরে হয় কিছু আবিষ্কারের গন্ধে, এদিকে বেকারদের মন ফুরফুরে হয় টিউশনির গন্ধে!  রাস্তায় চলতে চলতে এক পর্যায়ে এসে বিহারী দাঁড়িয়ে পড়লো।  চট করে পকেট থেকে এক টুকরো কাগজ বের করে দেখলো – নাহ, ঠিকানা তো ঠিকই আছে।  ঠিকানায় গলি ছিলো বামে, কিন্তু এখানে তো গলি ডানে।  বামপাশে বিল ছাড়া কিছুই নেই।  পরমুহুর্তেই বিহারী ভাবলো হয়তো সে রাস্তার বিপরীত দিক থেকে ঢুকেছে।  তো আর কি করা, ডানে মোড় নিয়েই চলতে শুরু করলো বিহারী।  

গলিতে ঢুকেই বিহারী লক্ষ্য করলো তাপমাত্রা কেমন যেন দ্রুত হ্রাস পাচ্ছে।  আকাশের এক প্রান্ত থেকে সুরু আলোর রেখা এসে খেলা করছে প্রকৃতির সাথে।  গলির কুকুরটা হটাত চঞ্চল হয়ে উঠেছে।  বিহারী মনেমনে ভাবছে – হায় ঈশ্বর! কোথায় এসে পড়লাম? এমন সময় সামনে টিমটিমে আলোর নীচেয় কাঠের দরজা দেখা গেলো।  বিহারী দ্রুত পায়ে এগিয়ে গেল।  

Zombie The Beginning | Short Stories

জম্বি দ্য বিগিনিং

খালিদ বিন মাসুদ

(এই গল্পটি খুলনা কালচারাল সেন্টার এর ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।)

Zombie The Beginning

গরম কফিতে চুমুক দিয়ে বেশ কিছু সময় চোখ বুজে রইলো ইনজাম।  এসিসটেন্ট নাজিফার ঠোটে মুচকি হাসির দেখা মিলল।  নাজিফা ঘড়ির দিকে তাকিয়ে ভাবল কফিটা ভালোই হয়েছে।  একে একে তিন চুমুক দিয়ে তৃপ্তির ঢেঁকুর তুলে তাকালো ইনজাম।  ইনজামের অফিসের ফ্রন্ট ভিউটা দারুণ।  সুউচ্চ টাওয়ারের টপ ফ্লোরে বিশাল থাই এর অপর প্রান্ত থেকে পড়ন্ত বিকেলের সূর্য ডোবা, এক অসাধারণ দৃশ্য! ইনজাম এই সময়টায় তার অফিসের সব লাইট অফ করে দেয় যাতে সূর্যের লাল আভায় তার অফিস মোহাচ্ছন্ন হয়ে ওঠে।  যদিও বুদ্ধিটা তার ফ্রেন্ড গ্রাফিক্স ডিজাইনার কিংকরের কাছ থেকে ধার করা, তারপরও ইনজাম দারুণ উপভোগ করে বিষয়টি।  নাজিফা ভাবলেশহীন কন্ঠে একটু কেশে বলল – স্যার আমি যাবো? ইনজাম তাকে অনুমতি দিয়ে আবার কফিতে চুমুক দিয়ে প্রকৃতির দিকে নিবিড় চাহনিতে তাকিয়ে রইলো।  

সন্ধ্যা হয়ে গেছে তবুও কিংকরের ফোন এলো না! ইনজাম ঘড়ির দিকে তাকিয়ে দেখে ৬:৩৭ বাজে।  ইনজাম মনে মনে ভাবল এমনতো বিগত ২ বছরে হয়নি।  তাহলে কিংকরের কি কোনো সমস্যা হলো? ভাবতে ভাবতে কখন যে ফোন চলে গেছে কিংকরের কাছে তা ইনজাম নিজেও জানে না।  নাহ, কিংকর তো ফোন ধরছে না! এতক্ষণে ঘোর অন্ধকারে ঢেকে গেছে পুরো শহর।  ইনজাম অফিসের লাইট জ্বালাতে গিয়ে লক্ষ্য করলো আজ রোড লাইট জ্বলেনি।  এরিমধ্যে ফোনে ভাইব্রেট হচ্ছে।  

Tuesday, July 12, 2022

LYCAN THE BEGINNING | Short Stories

 লাইকানস দ্য বিগিনিং

খালিদ বিন মাসুদ

(এই গল্পটি খুলনা কালচারাল সেন্টার এর ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।)

এক.

Lycan The Beginning
পশ্চিম আকাশে সূর্য ঢলে পড়তেই দলের সরদার তার তাবুতে ঘণ্টা বাজানো শুরু করলো। ঘণ্টার শব্দ শুনতেই সবাই ছুটোছুটি করে সরদারের তাবুর সামনে এসে দাঁড়ালো। সবার চোখেমুখে আতংকের চিহ্ন। সবাই একে অন্যের সাথে কানাঘুষা করতে লাগলো। কানাঘুষা সোরগোলে পৌঁছাতেই তাবুর ভেতর থেকে কাঁপা কাঁপা কণ্ঠ ভেসে এল - "তোরা থামবি-ই।" এক মুহূর্তেই পিন পতন নিরাবতা নেমে এল। চারপাশে কেবল গাছের পাতার শব্দ ছাড়া আর কোনো শব্দই নেই। লাঠির ভরে খট খট আওয়াজ তুলে সরদার তাবুর বাইরে বের হয়ে বল্ল - "হিসসস! আর একটাও শব্দ না।" একটু থেমে –"তোরা কি ভুলে গেছিস শরৎ এসেসে, আর আজ শরতের প্রথম রাত। যা, গিয়ে উৎসবের আয়োজন কর।" ছোট্ট করে একবার শ্বাস নিয়ে –"আজ রাতে কেউ যেন না ঘুমায়।" আশপাশে তাকিয়ে –"এখন যা, দাঁড়িয়ে থাকলি কেন? উৎসবের প্রস্তুতি কর গিয়ে।" সবাই তাড়াহুড়া করে নিজের কাজ শুরু করে দিলো। সরদার তাবু থেকে বেরিয়ে একটি চেয়ারে বসে তার লাঠির উপর মুখটি ভর করে কাজের অগ্রগতি দেখতে লাগলো। 

ঘন জঙ্গলের মধ্যে একটি আগুনের আলোকে কেন্দ্র করে উৎসবে মেতে উঠেছে উপজাতিরা। ঢোলের তালে আগুনকে পরিক্রম করে উন্মাদের মতো নেচে চলেছে সবাই। ঢোলের আওয়াজ দূর থেকে ভেসে কানে এলো একজন ট্রাক ড্রাইভারের। শব্দ কানে যেতেই যেন ধড়ে প্রাণ ফিরে এলো ড্রাইভারের। সে ফিস ফিস করে ডাকল - "মতিন! ও মতিন। হেড লাইট টা জ্বালাবো নাকি বেটা?" মতিন-"আফনে ওস্তাদ। আফনে জেইডা ভালো বোঝেন সেইডাই করেন।" ড্রাইভার ভয়াল চোখে চারিদিকে চেয়ে কয়েকবার ঢোঁক গিল্ল। ট্রাক স্টার্ট দিয়ে হেড লাইট জ্বালাতেই চোখের সামনে দিয়ে ছায়ার মতো কয়েকটা কি যেন দ্রুত সরে গেল। ট্রাকের চারপাশ থেকে নেকড়ের ডাক কানে আসতে লাগলো। অবস্থা বেগতিক দেখে ড্রাইভার গাড়ি জোরে চালাতে শুরু করলো। মতিন চোখ বন্ধ করে ঈশ্বরকে ডেকে চলেছে। ড্রাইভার ঘামছে আর হাঁপাচ্ছে, তবুও গাড়ি চালাচ্ছে। হঠাৎ ড্রাইভার দেখল সামনের আকাশে রক্তিম আভা। ঘড়ির দিকে তাকিয়ে দেখে ভোর ৫টার কিছু বেশি সময় হয়েছে। ড্রাইভার-"ও মতিন। চোখ খোল। দেখ আমরা পারছি।" এমন সময় ট্রাকের চাকা গেতে গেল কাদায়। কড়া ব্রেক কষায় দুজনই বাড়ি খেলো গ্লাসের সাথে। 

বহু কষ্টে চোখ খুলল ড্রাইভার। দেখে মতিন পাশেই অচেতন হয়ে পড়ে আছে। এমন সময় পায়ের থপ থপ আওয়াজ দূর থেকে ধিরে ধিরে ওদের দিকে এগিয়ে এলো। 

Monday, July 11, 2022

SOMOYER FATOL | Short Stories

সময়ের ফাটল

খালিদ বিন মাসুদ

(এই গল্পটি খুলনা কালচারাল সেন্টার এর ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।)

এক.

Somoyer Fatol
দরজাটা টেনে লাগিয়ে বারান্দায় দাঁড়িয়ে পড়লো অথি। পড়ন্ত বিকেলের লাল আকাশে দূরে চেয়ে কি যেন খুঁজছে তার চোখ। কিছু সময় ঠায় দাঁড়িয়ে থেকে আপন মনেই বলে উঠল - “এমন কেন হবে?” অথি আবার হারিয়ে গেল ঐ আকাশে। এদিকে হু হু করে বইছে উত্তরে বাতাস। ঠাণ্ডার প্রকোপে অথির সম্বতি ফিরে এলো। সে এবার বারান্দা থেকে নেমে মাটির পথ ধরে এগুতে থাকলো। হাটতে হাটতে সে নিজেকে আপন মনে প্রশ্ন করলো - “প্রকৃতি যদি আমাদের সাথে এমন ছলনা করে, তবে আমরাও কি পারি না প্রকৃতির সাথে ছলনা করতে?” এমন সময় অথির সেলফোনে ভাইব্রেড হোলো। অথি - “হ্যালো। কে?” ওপাশ থেকে ছেলে কণ্ঠ - “কই তুই?” অথি - “ও হৃদয়। কেন কি দরকার?” হৃদয় (উত্তেজিত কণ্ঠে) - “আমরা সবাই ক্যাম্পাসে আছি। চলে আয়। একটা কিছু করতেই হবে!” অথি কলটি কেটে দিয়ে কাঠের গেট থেকে বেরিয়ে রাস্তায় এসে দাঁড়ালো। পাশেই রিক্সা ছিল। রিক্সায় উঠতে গিয়ে সে আবার বাড়িটির দিকে ফিরে চাইল। এক দীর্ঘশ্বাস ফেলে রিক্সাওয়ালাকে চালাতে বলল। 

ভার্সিটি ক্যাম্পাসে সন্ধ্যায় সবাই চা আর টা এর আড্ডায় ব্যাস্ত। এতো লোকের মাঝে চারটি ছেলেমেয়ে নিশ্চুপ বসে আছে তাতে কারোরি মাথাব্যাথা নেই। বেশকিছু সময় এভাবে কাটিয়ে দেবার পর নিস্তব্দতা ভেঙে অনিক বলে উঠল - “এভাবে বসে থাকলে কি হবে? নিতু তোরা কথা বলছিস না কেন?” নিতু (কাঁদো কাঁদো কণ্ঠে) - “আমি, আমি আর ভাবতে পারছি না। আমি জানি না কি হবে?” শান্ত - “দেখ যা হবার হবে। তাই বলে আমরা কি এভাবে হাত-পা গুটিয়ে বসে থাকবো?” অথি - “হৃদয় টা কই গেল? আমাকে ফোনে আসতে বলে নিজেই উধাও! আজব!” নিতু - “অইতো হৃদয় তোর পিছনে দাঁড়িয়ে আছে।” অথি - “হৃদয় সামনে আয়। এভাবে লুকিয়ে থাকিস না।” হৃদয় সবার মাঝে এসে বসলো। একটু থেমে বলতে শুরু করলো - “দেখ। আমি ফিগার আউট করে ফেলেছি। দেখ, এই ভার্সিটি থেকেই ঘটনার শুরু হয়েছিলো।” অনিক - “তোহ?” হৃদয় - “আমরা যদি ফিরে যেতে পারি, মানে ...” শান্ত কথাটিকে ব্যাঙ্গ করলো। হৃদয় বিষয়টি ভ্রুক্ষেপ না করে আবার বলতে শুরু করলো - “আমরা যদি ফিরে যেয়ে ঘটনাটি ঘটতে না দেই” এবার হৃদয়ের কণ্ঠ ভিজে উঠল (কাঁদো কাঁদো কণ্ঠে) - “আমাদের স্যার আমাদের ছেড়ে যাবে না। তোরা তো বুঝতে পারছিস আমি কি বলছি?” 

সবাই এতো সময় হ্যাঁ করে হৃদয়ের কথা শুনছিল। নিরবতা ভেঙে অথি বলল - “কিভাবে যাব?” হৃদয় - “চল তোরা আমার সাথে। আমি দেখাব কিভাবে যেতে হয়।” 

HELMET 7 | Short Stories

হেলমেট ৭ – (নিঃসঙ্গ গ্রহে এক প্রতীক্ষিত বর্ষাকে বরণ)

মোঃ খালিদ বিন মাসুদ

(এই গল্পটি খুলনা কালচারাল সেন্টার এর ম্যাগাজিনে প্রকাশিত হয়েছে।)

এক

Helmet 7
এক ফোঁটা জল চোখের পাতায় পড়ায়, চোখ মেলে তাকালো দিথী। আকাশের দিকে চেয়ে প্রশান্তির নিঃশ্বাস ফেলে হেলমেট ৭ কে প্রশ্ন করলো – কি মনে হচ্ছে? বর্ষা কি আসছে? হেলমেট ৭ – আসবে। হেলমেট ৭ এর উত্তর শুনে ও অবাক হয়। ভাবতে থাকে হেলমেট ৭ কেনো বলল না যে আজ বাতাসের গতি বেশি বা বাষ্পের পরিমান কম। আরো ভেবে অবাক হয় আমি কতটা অসহায়, আজ যন্ত্র আমাকে সান্ত্বনা দিচ্ছে! দিথী আবার চোখ বন্ধ করে কিন্তু সাথে সাথেই চোখ মেলে এবং বড় বড় নিঃশ্বাস নিতে থাকে। হেলমেট ৭ প্রশ্ন করে – আজো কি একই স্বপ্ন দেখলে? দিথী কাপা কাপা গলায় বলে – আমি কেন প্রতিদিন একই স্বপ্ন দেখি? হেলমেট ৭ – হয়তো তুমি মানুষ না, আমার মতো রোবট। দিথী তখন নিজের পেটের দিকে তাকায়। দেখে তার সন্তানেরা পেটের মধ্যে নড়াচড়া করছে। সে মনে মনে বলে – রোবট হলে কি আর সন্তান জন্ম দিতাম? দিথী, হেলমেট ৭ কে উদ্দেশ্য করে বলে – আচ্ছা তোর কি মনে আছে ঐ রাতে কি হয়েছিল? হেলমেট ৭ কোনো উত্তর দিল না। দিথী – তুই মিথ্যা বলাও শিখে যাচ্ছিস? হেলমেট ৭ – দ্বিতীয় চাঁদ উঠে গেছে। খাবার জোগাড় করতে যাচ্ছি। সাবধানে থেকো। দিথী বুঝলো হেলমেট ৭ তাকে এড়িয়ে যেতে চাইছে। তাই সে আর কোনো কথা বাড়ালো না। ঘুণে খাওয়া একটা লাঠি নিয়ে বলল – যা, আমি ঠিক আছি। তাড়াতাড়ি চলে আসিস। 

হেলমেট ৭ গেছে অনেক সময় হয়েছে। সবুজ আকাশের চাঁদের দিকে তাকিয়ে আছে দিথী। এই গ্রহে দ্বিতীয় চাঁদ ওঠার সাথে সাথেই আকাশের রঙ নীল থকে সবুজ হয়ে যায়। অর্ধেক ওঠা এই চাঁদের দিকে চেয়ে ও ভাবতে চেষ্টা করে সেদিন রাতে কি হয়েছিল? 

Sunday, July 10, 2022

মারফির সূত্রের ব্যাখ্যা

Murphy's Law

মারফির সূত্র অনুযায়ী - "যা ভুল হতে পারে, তা ভুল হবে।" অর্থাৎ, এমন কোনো বিষয় যদি থাকে যেটা ভুল হিসেবে ধরা হয়, তা যতই সুযোগ পেয়ে থাকুক না কেন এরপরও সেটা ভুল হবেই। 

বিষয়টি সহজ করে বলতে গেলে এমন হয় - যদি আমি কোনো গণিতের সমাধান করতে গিয়ে ভুল করি, তাহলে আমার উত্তর ভুল হবে। কিন্তু বাস্তব জগতে তো এমন হয় না। মানে, কোনো বিষয় যদি আমরা ভুল করে শুরু করি, তারপরও সেটা শুধরে সঠিক অর্থাৎ নিজের জন্য মঙ্গল হয় এমন একটা ফলাফলে পৌঁছানো সম্ভব। 

সুতরাং, এখানে যে জটিলতা সৃষ্টি হয়েছে এজন্যই মারফির সূত্র কে অনেকে গাণিতিক, আবার অনেকে মনোবৈজ্ঞানিক বিষয় বলেও চিহ্নিত করে থাকেন।

এরকম আরো লেখা পড়তে Thoughts লিংকে ক্লিক করুন।

প্যারানরমাল এক্টিভিটি আসলে কি?

Paranormal Activities

প্যারানরমাল এক্টিভিটি বলতে নিজের চোখে দেখা অস্বাভাবিক কর্মকাণ্ড বুঝায়। এখন বিষয় হচ্ছে - আমরা দেখতে পারি কি কি? মানে, আমাদের চোখের দেখার ক্ষমতা কতদূর? আমরা কি পৃথিবীতে অবস্থিত সকল ডাইমেনশনে কি হচ্ছে তা দেখতে পারি? উত্তর খুব সহজ, না। আমার ব্যক্তিগত অভিমত হচ্ছে আমাদের চোখ অনেক সময় বিভিন্ন ডাইমেনশনে থাকা অপরিচিত অবজেক্ট সনাক্ত করে, আর এসব অবজেক্টকেই আমরা প্যারানরমাল এক্টিভিটি বলে থাকি।

এরকম আরো লেখা পড়তে Thoughts লিংকে ক্লিক করুন।

মানুষ কি টাইম লুপে আটকে আছে?

Time Loop

কোনো কাজের পুনরাবৃত্তি বা বার বার একটা কাজ হওয়াকে লুপ বলে। এই ঘটনা যখন সময়ের ক্ষেত্রে হয় তখন তাকে টাইম লুপ বলে। অর্থাৎ, সায়েন্স ফিকশন মুভিতে যেমন দেখা যায় কোনো ক্যারেকটার বার বার একই কাজ করছে, এমনটাই! তবে, এক্ষেত্রে আমার মত ভিন্ন। সময় আসলে ভ্রম। কেননা সময়ের নির্দিষ্ট কোনো মানদন্ড নেই। এই যেমন সময় পৃথিবীতে এক রকম আবার চাদে এক রকম আবার মিল্কিওয়ে গ্যালাক্সি এর বাইরে গেলে সময়ের অস্তিত্বই নেই! এবার আসি টাইম লুপে, টাইম লুপে আমরা প্রতিনিয়ত পড়ছি। যেমন আমরা কিন্তু কোনো না কোনো কাজ প্রতিদিনই একইভাবে করি। হ্যাঁ, এখানে সময়ের কিছু প্যারাডক্স বা হেরফের আছে। উদাহরণ হিসেবে বলা যায় - অফিসে, ক্লাস রুমে, রান্নাঘরে, বাজারে ইত্যাদি নিত্যদিনের ঘটনা একই ভাবেই ঘটে। প্রশ্ন হচ্ছে কেন এসব ঘটনা অন্যভাবে ঘটেনা! যেমন - বাজার করাটাই যদি অফিস করা হতো, আবার রান্না করাটাই যদি ক্লাস করা হতো - এমনই! কিন্তু মজার ব্যাপার হচ্ছে এমনটা হচ্ছে না। তার মানে আমরা টাইম লুপে আটকে আছি...

এরকম আরো লেখা পড়তে Thoughts লিংকে ক্লিক করুন।

মানুষই হচ্ছে অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা

Human is A.I

মানুষ হচ্ছে স্রষ্টার সৃষ্ট শ্রেষ্ঠ কৃত্রিম বুদ্ধিমত্তা ছাড়া আর কিছুই না। মানুষ কে কেন কৃত্রিম বুদ্ধিমত্তা বলেছি, এর পেছনে আমার একটা লজিক আছে। আমরা কৃত্রিম বুদ্ধিমত্তা বলতে এমন কিছুকেই বুঝি যা তার গন্ডি পার হতে পারে না। মানে নিজের মতো করে কিছুই সে পারেনা। আমরাও পদার্থ বিদ্যার বিপরীতে কিছুই করতে পারি না। এরকম অসংখ্য লজিক আছে। আমরা যেখানেই আগাই, যেভাবেই আগাই, কোনো না কোনো পদ্ধতিতেই তো আগাতে হয়! কিন্তু কেন? কেন আমরা পদ্ধতির বাইরে কোনো মুভমেন্ট করতে পারিনা? আর, এর উত্তর খুব সহজ। আমরা অত্যাধুনিক কৃত্রিম বুদ্ধিমত্তা প্রযুক্তি।

এরকম আরো লেখা পড়তে Thoughts লিংকে ক্লিক করুন।

Saturday, July 9, 2022

নিজেকে উন্মোচিত করতে ভয় পাওয়ার দরকার

fear

ভয়! এই শব্দের অনেক প্রতিশব্দ আছে, যেমনঃ শঙ্কা, আতঙ্ক, কুন্ঠা, সন্দেহ ইত্যাদি। আমার মনে হয় এই সবগুলো শব্দই কোনো কিছুকে অপ্রাপ্তি হিসেবে চিহ্নিত করে। অর্থাৎ, যেটা হবার কথা বা যেখানে যেটা থাকার কথা, সেটা যদি না হয় বা সেখানে যদি কিছু নাই থাকে তখনি আমাদের মনে চেপে বসে কুন্ঠা, আতঙ্ক ইত্যাদি। সম্ভবত তখন থেকেই আমরা মানুষেরা ভয় পেতে শুরু করি। একটু লক্ষ্য করলেই দেখা যাবে, বিষয়টি কিন্তু পশুপাখি বা উদ্ভিদকূলের মধ্যেও বিরাজমান। যেমনঃ যে গরুটি তার মালিকের খোয়াড়ে এক সুবোধ বালক সূলভ আচরণ করে, কেন সে পশুর হাটে ক্ষিপ্ত হয়ে ওঠে? কোন গাছ টব ছেড়ে শেকড় কেন বাইরে নিয়ে আসে? আসলে এর সবই হচ্ছে অপ্রাপ্তি। এখন প্রশ্ন হচ্ছে এই ভয়টা আসে কেন? নাই বা পূরণ হলো কিছু চাওয়া। একথা হয়তো আমাদের মতো সৃষ্টির সেরা জীবদের কিছু শেখা কথা। কিন্তু বাস্তবিকপক্ষে আমরাও তো জীব! অন্য জীবেরা কিন্তু স্বর্থপরের মতো নিজেরটাই চায়। মজার বিষয় হচ্ছে এই চাওয়া - ভয়, এসব থেকেই সৃষ্টি হয় বেপরোয়া মনোভাবের। "শুধু মানুষ না, প্রতিটি জীবকুলই বেপরোয়া হয়ে ওঠে যখন সে ঘাবড়ে যায় - এক কথায় ভয় পেয়ে যায়।" তাহলে ভয় লাগে কেন? সত্যিকার অর্থে ভয় আসে নিজেকে উন্মোচন করতে। খাচার যে পাখিটা দরজা খোলা পায়, হাজার আপত্তি বা ভয় থাকা সত্ত্বেও সে কিন্তু উড়াল দেয় নিজেকে উন্মুক্ত করতে।

এরকম আরো লেখা পড়তে Thoughts লিংকে ক্লিক করুন।

Welcome

Khalid's Literature

Khalid’s Literature is a blog focused on thoughts writing, resources, and reviews of the latest human demand on the world. The content you find here will help you expand your own knowledge of different genres, improve your thinking skills, and inspire your creativity to get your work out into the world. This isn’t just about blog; it’s about the concept that makes you top in every place!

At Khalid's Literature, I am passionate about writing and its power to change the world. I believe that everyone has a story to tell, and I want to tell mine. I offer a new perspective on writing, one that is based on the principles of creativity, collaboration, and community. I'm here to share myself with the world.