Latest

Continue reading this blog to discover yourself

Wednesday, July 13, 2022

ভয়েসব্যান্ড মূলত কী? | HSC ICT Chapter 2

voiceband
ডেটা স্থানান্তরের হারকে ব্যান্ডউডথ বলে। আর এই ব্যান্ডউইথকে তিন ভাগে ভাগ করা যায়। যথা - ১) ন্যারোব্যান্ড ২) ভয়েসব্যান্ড ৩) ব্রডব্যান্ড।১২০০ থেকে ৯৬০০ বিপিএস (bit per second) বা 9.6 kbps পর্যন্ত ডেটা স্থানান্তরের গতি বা ব্যান্ডউইথকে ভয়েসব্যান্ড বলা হয়। এটি প্রধাণত টেলিফোন সিস্টেমে ব্যবহার করা হয়। কম্পিউটার ও পেরিফেরাল যন্ত্রপাতিতে (যেমন - ডায়াল-আপ মডেম, প্রিন্টার, মনিটর ইত্যাদি) ডেটা স্থানান্তরের ক্ষেত্রেও এই ব্যান্ডউইথ ব্যবহার করা হয়।

No comments:

Post a Comment