Latest

Continue reading this blog to discover yourself

Sunday, July 10, 2022

মানুষ কি টাইম লুপে আটকে আছে?

Time Loop

কোনো কাজের পুনরাবৃত্তি বা বার বার একটা কাজ হওয়াকে লুপ বলে। এই ঘটনা যখন সময়ের ক্ষেত্রে হয় তখন তাকে টাইম লুপ বলে। অর্থাৎ, সায়েন্স ফিকশন মুভিতে যেমন দেখা যায় কোনো ক্যারেকটার বার বার একই কাজ করছে, এমনটাই! তবে, এক্ষেত্রে আমার মত ভিন্ন। সময় আসলে ভ্রম। কেননা সময়ের নির্দিষ্ট কোনো মানদন্ড নেই। এই যেমন সময় পৃথিবীতে এক রকম আবার চাদে এক রকম আবার মিল্কিওয়ে গ্যালাক্সি এর বাইরে গেলে সময়ের অস্তিত্বই নেই! এবার আসি টাইম লুপে, টাইম লুপে আমরা প্রতিনিয়ত পড়ছি। যেমন আমরা কিন্তু কোনো না কোনো কাজ প্রতিদিনই একইভাবে করি। হ্যাঁ, এখানে সময়ের কিছু প্যারাডক্স বা হেরফের আছে। উদাহরণ হিসেবে বলা যায় - অফিসে, ক্লাস রুমে, রান্নাঘরে, বাজারে ইত্যাদি নিত্যদিনের ঘটনা একই ভাবেই ঘটে। প্রশ্ন হচ্ছে কেন এসব ঘটনা অন্যভাবে ঘটেনা! যেমন - বাজার করাটাই যদি অফিস করা হতো, আবার রান্না করাটাই যদি ক্লাস করা হতো - এমনই! কিন্তু মজার ব্যাপার হচ্ছে এমনটা হচ্ছে না। তার মানে আমরা টাইম লুপে আটকে আছি...

এরকম আরো লেখা পড়তে Thoughts লিংকে ক্লিক করুন।

No comments:

Post a Comment