Latest

Continue reading this blog to discover yourself

Wednesday, July 13, 2022

ডেটা ট্রান্সমিশনে সিনক্রোনাস পদ্ধতি সুবিধাজনক কেন? ব্যাখ্যা কর। | HSC ICT Chapter 2

synchronous

ডেটা ট্রান্সমিশনে সিনক্রোনাস ট্রান্সমিশন সুবিধাজনক স্থানে আসার কারণ হিসেবে নিম্নের বিষয়গুলি উল্লেখ করা হলো -  

১। এই ট্রান্সমিশনের দক্ষতা আনুপাতিকভাবে অনেক বেশি।

২। বিরামহীন ট্রান্সমিশন বৈশিষ্ট্যের জন্য এর গতি সাধারণত বেশি।

৩। প্রতিটি ক্যারেকটার ট্রান্সমিশনের জন্য সময় বিরতির প্রয়োজন হয়।

৪। প্রতিটি ক্যারেকটারের শুরু ও শেষে স্টার্ট ও স্টপ বিট এর দরকার হয় না।

৫। ডেটার আকার ছোট হয়, যার ফলে ডেটা-রেট বেশি থাকে, আর একারণেই ট্রান্সমিশনে সময় কম লাগে।

No comments:

Post a Comment