মানুষের উপর কোন মানুষের নিবিড় ভালোবাসা থেকেই সফট কর্নার তৈরি হয়ে থাকে। আবার ঘৃণা থেকেও কিন্তু সফট কর্নার তৈরি হয়। ভালোবাসা থেকে তৈরি হওয়ার বিষয়টা খুবই স্বাভাবিক কিন্তু ঘৃণা থেকে তৈরি হওয়ার বিষয়টা একটু জটিল। সফট কর্ণার এর বাংলা অর্থ দাড়াচ্ছে কারো উপর দুর্বলতা। কারো উপর যখন ঘৃণা হয়, তখন তাকে দেখলেই রেগে যেতে হবে, মেজাজ খারাপ করে মুখ গোমড়া করে ফেলতে হবে, একটু ট্যাস মানে আঘাত করে দু-চার কথা বলতে হবে... ইত্যাদি শুরু হয়ে যায়। যদিও এতে ঘৃণার সংঘাতে জড়িত কিছু ব্যক্তি ছাড়া অন্য কারো কিচ্ছুই এসে যায় না। আরো মজার বিষয় হচ্ছে যে ঘৃণা ছড়াচ্ছে সে ব্যতীত অন্য কেউ যদি কিছু না ভাবে ঐ ঘৃণা ছড়ানো ব্যক্তিকে নিয়ে, তাহলে দেখা যাচ্ছে আসলে একজন ছাড়া কারোরই কিছু যায় আসে না। তারপরও আমরা আত্মতৃপ্তির ঢেকুর তুলে ফেলি। আর এখানেই এসে গেল "সফট কর্ণার"। মানে যার সাথে আমার আড়ি, তাকে দেখলেই অদ্ভুত আচরণ করতে হবে। আর নিসন্দেহে এটি আমার (অর্থাৎ যে ব্যক্তি অন্য ব্যক্তিকে ঘৃণা করবে) তার উপর দুর্বলতা!
No comments:
Post a Comment