মারফির সূত্র অনুযায়ী - "যা ভুল হতে পারে, তা ভুল হবে।" অর্থাৎ, এমন কোনো বিষয় যদি থাকে যেটা ভুল হিসেবে ধরা হয়, তা যতই সুযোগ পেয়ে থাকুক না কেন এরপরও সেটা ভুল হবেই।
বিষয়টি সহজ করে বলতে গেলে এমন হয় - যদি আমি কোনো গণিতের সমাধান করতে গিয়ে ভুল করি, তাহলে আমার উত্তর ভুল হবে। কিন্তু বাস্তব জগতে তো এমন হয় না। মানে, কোনো বিষয় যদি আমরা ভুল করে শুরু করি, তারপরও সেটা শুধরে সঠিক অর্থাৎ নিজের জন্য মঙ্গল হয় এমন একটা ফলাফলে পৌঁছানো সম্ভব।
সুতরাং, এখানে যে জটিলতা সৃষ্টি হয়েছে এজন্যই মারফির সূত্র কে অনেকে গাণিতিক, আবার অনেকে মনোবৈজ্ঞানিক বিষয় বলেও চিহ্নিত করে থাকেন।
No comments:
Post a Comment